প্রণয়ের তানে (স্বতন্ত্র সনেট)
          রাজুব ভৌমিক


সখি প্রণয়ের তানে, বসন্ত এ মনে,
সুখ মধুর আশায়, ঘুরিবো বাগানে;
তব প্রেম কৌতুহলে, দিব ঝাপ জলে,
পাই বা না পাই, প্রেম ধরত্রীর তলে।


সখির রূপকার, আহা সে প্রেমাধার,
  মোহিত মম সখির প্রণয় সুধার;
দেখিয়া সখির সনে, জ্বলি বাক্যবানে,
গ্রীষ্মকাষ্ঠ তাই, অগ্নির মিলন মনে।


পড়শী যে কয়, সখি প্রেম সুখময়,
নিভে নাহি আগুন, রূপ দর্শনে ভয়;
  এই যদি হয়, প্রেমকাল জ্বালাময়,
মম প্রেম-নদে, সখিহীন কিছু নয়।


প্রেমপুরে ভ্রমন, নাহি সে তো সুগম;
  সখির দ্বারে কেবল স্বার্থক জনম।


০৪/১৬/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক