কার জন্য
                         রাজুব ভৌমিক


                যে পুরুষের জীবন লক্ষ্যে পরিপূর্ণ
তার জীবনে অর্ধাঙ্গী নারী কখনো অগ্রাধিকার পায় না
                                  কেন?
             কারণ পুরুষের লক্ষ্য শুধু তাকে নিয়ে
                    কিভাবে গন্তব্যে পৌঁছতে হবে
                       কিভাবে সফল হতে হবে
     এসবের অগ্রাধিকার কখনো নারীর উপরে হয় না
                    নারীর কথা না ভেবে
    পুরুষ—সে সবসময় আত্মউন্নতির সুযোগ খুঁজে
      নারীকে কোনকিছুতে অগ্রাধিকার সে দেয় না  
             মজার বিষয় হলো পুরুষ সফল হলে
               তার অর্ধাঙ্গিনী সবচেয়ে বেশি উপকৃত হয়
   তবে পুরুষকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হয়  
                   নারী বিনে পুরুষ আসলে কে?  
             কারণ মাঝে মাঝে পুরুষ হারিয়ে যায়    
                      পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়
      তখন পুরুষ তার নারীর কাঁধে জায়গা খোঁজে
                 কারণ নারীই যে তার অনুপ্রেরণা
        কত পুরুষ তার জীবনের গতি পাল্টিয়ে দেয়
                                কার জন্য?


      
০৭/২০/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক