বাক স্বাধীনতা (স্বতন্ত্র সনেট)
        ড. রাজু ভৌমিক


ভাবি আর ভাবি, তাই দুই চোখে জল
বাকরুদ্ধ জনতা, স্বৈরাচারের ঢল
আমি লীগ, আমিই দল, আমিই হুজি
স্বাধীন দেশ গড়েছি, দেখি চক্ষুবুজি।


ধ্বংশলীলা করে তারা, যদি মুখ খুলি
হাত ভাঙবে, পা ভাঙবে, উড়াবে তুলি
সর্বক্ষন হাঁ বলুন, প্রতিবাদে মানা
মৌলবাদী সরকার, বাড়িতেছে ডানা।


একাওরের রক্ত ঝরা, সবই মিছা
খুলি ছিটবে রাজপথে, মানুষ দিশা
বাক স্বাধীনতা, কবে পাবো এই দেশে
হলে প্রতিবাদহীন মস্তিষ্ক বালিশে।


কত গুম, কত লাশ, এই বাংলাদেশে
বাকরুদ্ধ তাই, সরকারী লালশে।


          ৭/২৪/২০১৮