দেবাংশী ( স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


এ পৃথিবীতে দেখি, কত প্রভুর সৃষ্টি,
মেঘ, আলো, ছায়ায়, আবার হঠাৎ বৃষ্টি;
কিছুতেই মনোতৃপ্তি, হয়না এমন,
যখুনি দেখি তাহার,  দেবাংশীবদন।


পুরুষজাতী করে হায়, দেখি সে নারী,
প্রাণ দে কেউ, না হয় হবে ব্রম্মচারী;
মানে না কোনো বাধা, কেউ দেয় জীবন,
এত্তকিছুর দায়, ঐ দেবাংশীবদন।


দেবাংশী দেবীতুল্য, পাক্কা মনের লোভী,
কত পুজার ভাগ্য, হবে যে নিরবিধি;
কত রাজ্য ধ্বংস, আর মন্দিরের মন,
খেলায় মত্ত ঐ, সেই দেবাংশীবদন।


দেবাংশী ও দেবতুল্লী, তাকাও না এসে,
হৃদয় হাহাকার, রাখিবো ভালবেসে।


৭/২৮/২০১৮