সোনালী মরণ (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


পরপারে যেতে হবে, নাহি করি ভয়,
মোরে টানো তুমি প্রভু, হইলে সময়;
বর্ণালি নই আমি, পারিনি দিতে কিছু,
সোনালী মরণে যেন, কাল চলে পিছু।  


মহাকালের বিচার, অতীব কঠোর,  
আঁধারের তামসে, ডুবে মূর্খের জোর;
মালি আমি জ্ঞানসমুদ্রে, না ঢালি কিছু,
সোনালী মরণে যেন, কাল চলে পিছু।  


কত জ্ঞানী, কত গুনী, মহাকালে ডুবে,
নত মোর শিরখানি, ওদেরকে ভেবে;
খালি আমি খালি, দেবার যে নাই কিছু,
সোনালী মরণে যেন, কাল চলে পিছু।


প্রাণ লহ মোর প্রভু, হলে কাল জয়;
ত্রাণ না চায় মন, দাও মোরে সময়।


০৯/০৮/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।