বিষের পাত্রে অমৃত (স্বতন্ত্র সনেট)
     প্রফেসর ড. রাজু ভৌমিক


চারিদিকে বহু দেখি, ভন্ডদের লীলা,
দুর্নিতি, খুন, আর সাধনায় তা শিলা;
মানুষে মানুষে বৈষম্য, ও আপজাত্য,
শহীদরা যেন, বিষের পাত্রে অমৃত।


শহীদরা যে জীবিত, এ মাটির বুকে,
সংরাগে তাহারা, মুক্তিযুদ্ধে নামে ঝুকে;
বঙ্গ প্রতিমা তারা, রাখে বাংলার মান,
বঙ্গতে অদ্য কেন, বঙ্গান্ত অনুষ্ঠান?


করিয়া অধঃখাত, মুক্তির তাজা রক্ত,
নরপশুরা বনে, রাজাকারের ভক্ত;
অনিষ্ঠা বঙ্গ বুকে, অন্তমোহে আসক্ত,
শহীদের রক্ত, বিষের পাত্রে অমৃত।


আত্মত্যাগে দিলে, এ পতাকা উপহার;
বিষের পাত্রে এরা,  অমৃত অবতার।


১২/১৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক