গোবিন্দ স্যার (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


অমম্রি এ হৃদয়ে,  মোর এক শিক্ষক,
অবঞ্চনতা মূর্তি, তিনি আত্মারক্ষক;
মাথা নূয়ে যায়, দেখলে তাহার মুখ,
কতইনা সারালে, অজ্ঞানতার দুঃখ ।


বসে ছোট বেলায়, ওটারহাট স্কুলে,
জীব বিজ্ঞান ক্লাসে, গোবিন্দ স্যার ছিলে,
স্বয়ম্পাঠহীন, কাঁপি পিছন টেবিলে,
ভাবি কেমনে এত জ্ঞান, তাহার থলে!


বই পাতার মতো, জ্ঞানের অধিকর্মা,
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত বিশ্বকর্মা;
কলমকে বানিয়ে, যে আত্ম্য অনুচর,
কত মনুষ্য, করিলেন জ্ঞান নির্ভর।


কত করুণা তাঁর, করিলেন উদ্ধার,
কত জীবন হলো, শূন্য অজ্ঞানতার।


৮/২৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক