হ্যালোউইন বা ভূতোৎসব
          (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


চারিদিকে কত দেখি, কুমড়োর গাদা,
নানা বেশে সবি যে, ভুতের মত সাদা;
আঁকা হয় কত, ভুত ও প্রেতের ছবি,
  মুখের উপর, পিশাচ দৈত্য দানবী।


  সবাই মিলে দেখে, কত হরর মুভি,
ভুতের গল্প বলা, আড্ডাতে মজে সবি,
মাকড়শা’র কেক, হাতে ভুতের কার্ড,
হন্টেড হাউজে, কত ভুতুড়ে প্লাকার্ড।


ট্রিক অর ট্রিটিংয়ে, বাচ্চারা যে দুয়ারে,
দাবী না মিটালে, প্রেতাত্মা আসবে ঘরে;
ড্রাকুলা বা মাথার খুলি, সে ভয়ংকর!
চকোলেট-কুকিতে, বাচ্চাদের আদর।


হন্টেড হাউজেতে, যায় বুজি নিশ্বাস;
ভুত সত্য না কি, হ্যালোউইনে বিশ্বাস।


১১/০১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক