হেমন্তের বৈচিত্র্যতা  (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


  হেমন্ত সকালে, ধানগাছের ডগায়,
শিশির জমানো, মায়াবী রূপ ছডায়;
রূপের রাণী ও, সে আনে সুখের বাণী,
পাতাগুলোর সাথে, হেসে ওঠে ধরণী।


গাছের কচি কচি, পাতার ফাঁকে ফাঁকে,
শীতের ঘোষনা, হাতছানি দিয়ে ডাকে;
মিষ্টি রোদে সবি, শিশিরস্নাত প্রহরে,
কৃষকের ব্যস্ততা, যে মাটির উর্বরে।


আমন ধানের মেলা, প্রতি ঘরে ঘরে,
সে ধানের পিঠা-পুলি, খুশি মন ভরে;
  খেজুরের রসে রসে, প্রকৃতির বশে,
এ হৃদয়ে ঝড়তুলে, শীতকাল আসে।


রূপের রাণী ও, সে আনে সুখের বাণী;
হেমন্তের বৈচিত্র্যতায়, হাসে গৃহিনী।


১০/৩১/২০১৮
কপিরাইট © ২০১৮ ড. রাজু ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক