সখির হাসি (স্বতন্ত্র সনেট)
    প্রফেসর ড. রাজু ভৌমিক


এমন হাসি তার, দেখে মন জুড়ায়,
উড়াল পাখির মত, বাতাসে দোলায়;
যেন বসন্তের শুরু, সখির হাসিতে,
ঝরতেছে ফুল রাস্তায়, রাশি রাশিতে।


ঐ হাসিতে আকাশে, মেঘের লুকোচুরি,
বৃষ্টি অপেক্ষায়, দেখিবে তা মন ভরি;
বৃষ্টি সে ভয়ে ভয়ে, ডাকে সৃষ্টিকর্তাকে,
আমাতে যেন নাহি, মলিন ঐ হাসিতে।


যেই হাসিতে জাগে, পূর্ণ চাঁদের আলো,
সে আলো কত দূর্ভাগাকে, পথ দেখালো;
আমি সেই আলো দেখে, যাবে পরপারে,
তার হাসিতে সর্বমায়া, ভুলি সংসারে।


সর্বনাশা সে হাসি, করে উদাস মন;
প্রেমমনে আমি, স্বপ্নে ভাসি সর্বক্ষন।


১১/৩০/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক