মাটির ঘর (স্বতন্ত্র সনেট)
    ড. প্রফেসর রাজু ভৌমিক


মাটির ভিতরে, ছোট্ট সে একটি ঘর,
চিঠি লিখিসরে মন, আমা বরাবর;
যোগাযোগ রাখিস, তুই আপন-পর,
মাটিতেই হবে যে, তোর আমা বাসর।  


কেন মিছে মিছে, গড়িস দালন-ঘর,
রাখিয়া সবি ফেলে, হবে তোর কবর;
যে আয়না দেখে, তোর ঐ রূপসাগর,
সে রূপ আমা মজে, হবে যে তোর পর।


মিছে অহংকারে তুই, চলিস উপরে,
বুক ফুলিয়া হেটে, ভুলিয়া সে আমারে;
স্বামী, পুত্র, কন্যা, নাতি, দাসী, পরিজন,
সবি ক্ষনিকের, এ মাটিতে বিসর্জন।


কেন মিছে মিছে, গড়িস দালন-ঘর,
মাটিতেই হবে যে, তোর আমা বাসর।


১০/২৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক