বুড়ো কেমনে হবো (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


কেমনে এরা হইলো বৃদ্ধ, তাই ভাবি,
যাতনে যায় দিন, যন্ত্রনা মোর নিবি;
ভবে কি আছে গুণ, বড় হইতে বুড়ো,
নিরবে যুবারা কাঁদে, হাতি বিনে শুঁড়ো।


সময় কাটাতে ব্যথা, সহিতে না পারি,
বিস্ময় হই দেখি, বুড়ো হয় সংসারী;
যত সুখ আছে, মিশে জীবনে মোদের,
  শত সহস্র জ্বালা, মিশ্রনে সময়ের।


কেমনে হবো বুড়ো, যৌবনে আধামরা,
  শয়নে স্বপ্নহীন, শান্তি না দেয় ধরা;
  দেখি যতটুকু সুন্দর, আমি ভুবনে,
শিখি তা ভুলিতে, নাহি সম্বল স্মরণে।


বর্ষীয়ান দাও, মোরে তোমারই শক্তি;
জয়গান গায় জগৎ, বিচারের নিক্তি।


০৫/১৫/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।