পুরষ্কার চাই (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


কত কবিতা যে মসাই, লিখি বাংলায়,
উপন্যাস, কাব্য, গান, এ বঙ্গভাষায়;
দেয়নি কেউ সাড়া, পেলাম তিরষ্কার,
পাইতে হবে মোর, একটি পুরষ্কার!


  হৃদয়বেগে আমি, এই সংকল্প করি,
লিখবো নাকি সব, করে ইংরেজীগিরি!
বার্ধক্যে মানসিক স্বাস্থ্য, যে দ্বৈতমনা,
ইংরেজীর দক্ষতা, সে বিরাট অজানা।


শুনিলুম রবি ঠাকুর, ইংরেজী লিখে,
নোবেল পাইলো, তিনি জগত সম্মুখ্যে;
সহসা গুটি কবি, এ প্রবাস বাংলায়,
প্রকাশ করলো সব, ইংরেজী ভাষায়!


মূর্খ মোরা, করি অন্য ভাষার আদর!
  বঙ্গভান্ডার অফুরন্ত, সে বরাবর।


০৯/২০/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক