ছলনাময়ী (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


তাহার চোখে ঝরিলে, জল অল্পখানি,
ছলনার কারন সবি, অল্প সে গ্লানি;
বিষাদে ছুঁইলে তারে, লঙ্কাকান্ড সারে,
অপবাদে আগুনের, জ্বালায় তাহারে।


হাসিতে সখি মোর, লুকায় কত জ্বালা,
ফুলেতে তথা মৌমাছি, দেখিলে জানালা;
  ঝরায় কত প্রাণ, হাসির অভিনয়ে,
  অধ্যায় যেমন ট্রয়ের, শুরু বিনয়ে।


   কথায় সখির যেন ঝরে ধর্মবান,
ভোলায় মন হাজার, বলিয়া সে জান;
  যত অস্ত্র রহিয়াছে, ভুবনে সুন্দর,
  কথঞ্চিত সখির, প্রাণনাশক স্বর।


কেবল দিও সখি, মালাখানি প্রেমের;
  উজ্জ্বল করো হে, আয়ুষ্কাল বিরহের।


০৬/০৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।