সখিতে কালা (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


   দেখিব দেখিব সখি দেখিব দেখিব,
রাখিব চোখে চোখে, আশমানে দেখিব;
  চাইলে দিতে ধরা, দেখিতে অশ্রুঝরা,
মরলে না আসিয়ো, রেগে যাবে অপ্সরা।


  খেলিব খেলিব সখি খেলিব খেলিব,
   আনিব গন্ধরাজ, সখিকেশে বাঁধিব;
কাননে খেলিতে খেলা, আসিবে অবেলা,
  শয়নে বিছাইয়া ফুল, সখিতে কালা।


   ভাসিব ভাসিব সখি ভাসিব ভাসিব,
   সহিব একাকী গগন, আশাতে রব;
  শুনিতে প্রেমকথা, গোপনে বনে বনে,
ভুলিতে জীবনজ্বালা, আসো প্রতিক্ষনে।


সখিতে কালার ধাম, বিনে সখি জ্বলে;
  বৃষ্টিতে ছাতক যেমন, মরে সে জলে।


০৭/৩০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।