আমি খুঁজি তারে (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


আমি খুঁজি তারে, যে এ মন চুরি করে,
প্রেমানলে ছেড়ে দিয়ে, জ্বালায় আমারে;
অসাড় মায়ায় সখি, রাখে বন্দি মোরে,
  খাঁচার ভিতর, এ উদাসী প্রাণ মরে।


আমি খুঁজি তারে, যে এ মন চুরি করে,
যারে ভেবে ভেবে, রক্তক্ষয় এ অন্তরে;
একবার দেখবো তারে, আর সহেনা,
দিনের পর রাত হয়, বাড়ে যন্ত্রনা।


আমি খুঁজি তারে, যে এ মন চুরি করে,
ভেঙ্গে এই খাঁচার তালা, নেবে না মোরে?
না পেয়ে তার দেখা, ঘুরি পাগল হয়ে,
  কঙ্কালসার দেহে, ও কত অশ্রু বয়ে।


সে কবে, হবে যে আমার, ভাবি এখন;
   বসে পুকুর পাড়ে, মনে তার মিলন।


১০/২৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক