সময়ের ঘরে
                রাজুব ভৌমিক


  কারো জীবনে থাকে লক্ষ-কোটি টাকা
       কারো আবার জীবন অর্থহীন
কারে জীবনে চলে উৎসবের অফুরন্ত চাকা
   কারো জীবনে থাকে দুঃখ সীমাহীন
    সব থাকুক বা কিছু নাইবা থাকুক
  জীবনে একমাত্র কঠিন সংগ্রাম মানো
    তা এই জীবনের সময় কাটানো।
         জীবনের বহু সময় এমন
    অর্থের ভাণ্ডার বা সুখের ভাণ্ডার
              থাকিলেও ভীষণ
   কেমন জানি তবু চারিদিকে হাহাকার  
            ওহে—বার্ধক্য আমার
             কেনইবা তুই বহুদূরে
       তোর অপেক্ষায় সময়ের ঘরে
  বন্দী আমি তাই—বন্দী এই সংসারে
    বার্ধক্য তুই আসনা জোয়ারের মত
      মিশে যেতে শীঘ্র সময় সাগরে
       সময়ের ঘরে চাইনা থাকিতে
     বন্দীশালা নামক এই সংসারে।


০৬/১১/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক