রূপসাগরে (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


লাবণ্য তুমি, মনের মিনতী যে তুমি,
কোহিনূর হীরার রূপে, স্তব্ধিত আমি;
রাত্রির চাঁদ তুমি, দেখি নয়ন ভরে,
খোলা গগনতলে, ডুবি রূপসাগরে।


ধনুকের মত বাঁকা, চোখের পাতাতে,
রোদ্র স্নান করে, কাজল কালো আঁখিতে;
  কোমল ঠোঁট দুটির, স্পর্শ বাসনায়,
ফুল ত্যাজ্য করে অলি, ঘুরে অপেক্ষায়।


   সহস্র মেঘের শুভ্রতা, সখির হাসি,
জুড়ে যায় মোর প্রাণ, আকাশেতে ভাসি,
  টানা চোখের মায়ায়, হারিয়ে মনটা,
রোদ্রের লুকোচুরি, ঘন্টার পর ঘন্টা।


তব রূপসাগরে, আমি ভেসে বেড়াই;
অচেনা বন্দরেতে, আমায় খুজে পাই।


১১/২৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক