তোমাতে ধীরে ধীরে
             রাজুব ভৌমিক


             তুমি আমার
    সত্যিই! তুমি শুধু আমার?
        কেন বিশ্বাস হচ্ছে না?
হয়—তবে কেন জানি সব সময় হয় না
    কখনো মনে হয় তুমি বেশ কাছে
আবার কখনো মন হয়ে তুমি বহু দূরে
             কেন বলতো?
       জানি না প্রিয়ে—তবে
যে যার তাকে কখনো কি বলতে হয় তার
    কেন? তাতে সমস্যা কোথায়?
এই দেখ তোমার খোঁপার মধ্যে গোলাপটি
কিছু না পেয়েও সমর্পণ তোমার রূপ শোভাতে
আর ধীরে ধীরে সূর্যের তাপে মারা যাচ্ছে
   একটি বারও গোলাপটি বলেনি
            সে যে শুধু তোমার….
  যে যার সে যায় মরে ক্ষণে ক্ষণে
প্রশান্তি বিলিয়ে হয়ে তার—বারবার
    জানো—আমিও যে মরে যাচ্ছি
তোমাতে, তোমাকে পেতে, ধীরে ধীরে
      তা তুমি কখনো বুঝলে না?
        


০৪/০৪/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক