অক্ষমতা (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


  অক্ষম আমি, চাই স্বর্গের বিশালতা,
মোক্ষম স্বার্থে মোর, চোখের খুলে পাতা;
লোভে উঠি লাফাইয়া, শুনিলে গুজব,
ক্ষোভে কিনি লটারী, ক্ষতিগ্রস্তে তাজ্জব।


  অক্ষমতা কেনো করিলে মোরে অলস,
   সততা নিলে কেড়ে, ঘুমাই নিরলস;
  সময় বুঝি গেলো, দিতে সর্বত্র শিস,
  উদয় নাহি হইলো, সূর্য মোরে দিস।


জীবন অক্ষমের, তবু দোষী আমি না,
পদ্মাসন কুকর্মের, সবি মোর জানা;
ব্যস্ত তাই দিনেরাতে, করি সর্বে দোষী,
অভ্যস্ত অসফলে, আমি অকর্মা চাষী।


লাফালাফি করি, আমি অক্ষম দুর্বল;
ট্রফি যায় নিয়ে, যার আসলেই বল।


০৬/০৮/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।