কিসের পরিবর্তন (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


যত হোক ধন, স্বভাব থাকে এমন;
বিত্ত বাড়লেও, সত্তা অপরিবর্তন।
যতদিন ভবে, রইবে তুমি নিরবে,
দুর্বল হবে তাই, দেখাবে তোমা সবে।


  ও বন্ধুগন, যে পথে করিবে গমন;
জানিবে নিশ্চয়, অন্য পথে শুভ্রমন।
যে জন সর্বে বসে, ভাবে সদা আলস্যে,
দেখিবে না কিছু তার, কাটিবে ঔদাস্যে।


   এই জগতে রহিল যত সাধুগনা,
নিঃশব্দে রবে, বাজবে মূর্খের বাজনা।
সিংহ কভু নাহি যায় গাধার মাঝারে;
হয়তো অপেক্ষায় তার স্বর্ণ দুয়ারে।


শুনহে বন্ধু, এ কথা জানিবে নিশ্চয়;
দোষে ভরা মানুষ, সে পূজনীয় নয়।


০৪/১০/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক