এই বুঝি তোর মানবজীবন
           রাজুব ভৌমিক


     কোন পাগলের ইচ্ছে সাধে
     ভবের মানুষ মরে হেসে কেঁদে
   আমার যৌবন নিয়া টানাটানি
  দয়াল মরনকালে না দিলো পানি
       এই বুঝি তোর মানবজীবন।


আমার রূপ গুনে গড়িয়া সংসার
    কত দেনায় করিলাম দরবার
দয়াল আঙ্গুল চুষে সবে রূপ টানিলো
     মরনকালে পাইলাম না নিধুবন
      এই বুঝি তোর মানবজীবন।  

     কত প্রেম বিরহের বৃন্দাবন
  জান দিলাম পাইতে এক চুম্বন
দয়াল কাশিতে যখন পরাণ যায়
      কেউ করিলো না তার শ্রবণ
        এই বুঝি তোর মানবজীবন।      


  চা’র দোকানে ছিটলাম টাকার খনি
    কত লোকে খাইলো চা পানি
দয়াল আজরাইল যখন বসিলো পাশে
     একাকী আন্ধারে হলো মরন
         এই বুঝি তোর মানবজীবন।


০৭/২৫/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক