আতিথ্যের মুক্তি (স্বতন্ত্র সনেট)
          ড. প্রফেসর রাজু ভৌমিক
    
    আচমকা অশ্রুসিক্ত, বস্ত্রহীন হয়ে,
ভূমিসাৎ কোন দোষে, তাই ভাবি বিস্ময়ে;
    বিমর্ষ চোখে ভাবি, কেন সর্বালিঙ্গন?
   সর্বমুখে মস্ত হাসি, আমাতে ক্রন্দন!


     ক্রন্দন ক্লান্তিক্ষনে, এ আতিথ্য গ্রহন,
     অগত্যা হলো, এ জীবনের প্রারম্ভম!
    অভিশপ্ত আত্মা, তাই কষ্ট অবিরাম,
    গন্তব্যে যাবো প্রভু, কৃপা কর গো শ্যাম।


   কত কষ্ট, কত সংগ্রাম, কি ভালোবাসা?
    স্বার্থান্নেষী গল্পগুচ্ছ, নিষ্পলে আশা;
    অপুরন্ত প্রিয়জন, আতিথ্য বাগানে,
     ঘুর ঘুর করে, ও আপন আস্বাদনে।
  
     গন্তব্যের ভূমিশয্যা, এক অভিপ্রায়;  
    আতিথ্যের  মুক্তি চাই, ভাসিবো নিদ্রায়!


০৮/১১/২০১৮