জনমে জনমে (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


নিত্যনূতন সাজে, তাহার প্রেম মাঝে,
হারিয়ে গিয়েছি বহুবার, স্বয়ং লাজে;
   বিরহবিধুর প্রেম, ভালবেসে কত,
খেয়েছি নির্লজ্জ গালি, তাই অবিরত।
  
  যতদিন পাবে মন, সখির ধিক্কার,
  প্রেমশক্তির প্রকাশ, হবে বারংবার;
   জনমে জনমে, যুগলপ্রেমের স্রোতে,
ভাসিবে যে সখি, অনাদি কাল স্বতন্ত্রে।  


   জনমে জনমে সখি, প্রেমের মাঝারে,
মিশেছে কত স্মৃতি, মহাকালে আহারে;
    কত প্রেম ব্যথা, বিরহমিলন কথা,
তার সান্নিধ্য চেষ্টা, সর্ব প্রচেষ্টা বৃথা।


  তবুও ভালবেসে, স্বপ্নেতে যাই মিশে;
সখি নিয়ে বাস, অজানা পরীর দেশে।


১২/০৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক