“জীবন বহিয়া যায়”
               রাজুব ভৌমিক


   কলিজার পোড়া গন্ধে ভারি এ দিবসে
    বিনে নিদ্রা মেলি হে নয়ণ অহর্নিশে
      উদয় রবি বুক চিরে আলো ছড়ায়
শিশির কণার পূর্ণ সমর্পণ মিলল ধরায়
     পিঁপড়া টেনে ব্যস্ত কলিজার টুকরায়
             তবুও জীবন বহিয়া যায়
যেথায় আছ হে হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে তোমায়।


লাল গোলাপটি নিও হে কোমল রোদের ইশারায়
যেথায় আছ হে হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে তোমায়।


     ঘড়ি থামা নাগাদ থাকবে কথা দিলে
  কলিজা দু’হাতে তুলে হে দিলাম তোমারে
              মরা নদী হয়ে আহা রে
       তুমি দিলে তাতে কেরোসিন ঢেলে
  এখন কলিজার পোড়া গন্ধে ঘুম আসে না
   চৌকিতে বসে দেখি শুধু খালি এক বিছানা


তব সংস্পর্শ বিনে আজি নয়ণ ভিজে পূর্ণ বরষায়  
যেথায় আছ হে হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে তোমায়।


          হাতে নাহি থাকুক তোমার হাত
  নাইবা পেলাম তোমার প্রেম মিশানো গোলাপ
              আজ ভ্যালেন্টাইন’স ডে।


০২/১০/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক