নিউইর্য়কের জীবন (স্বতন্ত্র সনেট)
          ড. রাজু ভৌমিক


  নানাত্বে ভরা, এই নিউইর্য়ক সিটি,
  ব্যস্ততার প্রত্যন্তিক, মনুষ্যের জুটি;
‘চলো সমানতালে, নহে সরে দাড়াও’,
শীঘ্রকৃত্য মনোভাবে, সুবাস বিলাও।


কুইন্স, ব্রংস, ব্রুকলেন, ম্যানহাটনে,
  স্টেটেন দ্বীপে, জনসমুদ্র আবাসনে,
ছুটছে যে মানুষ, সকাল কিংবা রাতে,
  সময় নেই তাদের, দুইমুঠো খেতে।


   এক ঘরে বসবাস, পরিবারজন,
দিনের পর দিন, সে আড়ালে নয়ন!
জীবন ছুটে যেন রকেটের গতিতে,
সময় অসম্যক্‌ প্রয়োগ, না স্মৃতিতে।


এই জীবন সংক্ষিপ্ত, তাও দ্রুততায়;
শহুরে ব্যস্ততা কেন, স্বয়ংকে মিলায়?


৮/২৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক