ঐ দেখো বাঙালী যায়
              রাজুব ভৌমিক


সেদিন লক্ষ্য করেছি এক গ্যাস স্টেশনে
বিদেশির সাথে করছে এক বাঙালী ঝগড়া
  সে শত শত গালি বর্ষণ—এবং ঝাড়া!  
  দিচ্ছে সে বাঙালী বিদেশিরে বিনা কারনে
উত্তরে বিদেশি কহে, ‘যাও—তুমি ট্যাক্সি চালাও
       না হলে কফি বানাও—ডানকিনে,
যাও—ট্রাফিকের ডিউটিতে পুড়ো সারাদিনে।’


বাঙালী মাত্র কি নিউইর্য়কে এমনি পরিচয়?
         যে হয়তো তারা ট্যাক্সি চালায়
নয়তো করে কাজ ডানকিনে বা রেস্তোরায়
  অথবা ট্রাফিক ডিউটিতে ভিজে সবসময়!
বিদেশিরা তাই বলে, ‘ঐ দেখো বাঙালী যায়
অপদার্থ তারা—নেই তাদের অন্য অভিপ্রায়!’


জানি আগ্রহ পড়াশুনায় বাঙালীর চিরতরে
শিক্ষার কত প্রতিযোগিতা দেখেছি বাংলার ঘরে
   বিদেশে কেন নেই তাদের সেই অভিপ্রায়?
স্বল্পে খুশি এরা—সভা-সমিতিতে দিন কাটায়!
খোশগল্প করতে ব্যস্ত তারা কুইন্সের রেস্তোরায়।


ভেবে দেখ—যদি সব বাঙালী অভিবাসি
      সম্পূর্ণ করতো ডক্টরেট পড়ে দিবানিশি
দেখিলে বাঙালী রাস্তায় সবাই বলতো তখন
           ‘ঐ দেখো বাঙালী যায়—
সভ্য শিক্ষিত জাতি তাদের উচ্চ যে পর্যায়
দেখিবে না এমন জাতি কভু বাঙালীর মতন!’


০৫/০৫/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক