প্রেম বলে কিছু নেই (তৃতীয় মাত্রা সনেট)
             রাজুব ভৌমিক


   মোহপূর্ণ দুনিয়ায় প্রণয়ের কৃশতা
আত্মম্ভরিতায় ডুবে প্রেম কভু মিলে না
নহে প্রেম যাহা ভবে চাইল যে পূর্ণতা
মোহ প্রেমের বেদনা প্রেমিকের সয় না।  


কেরোসিন-শিখা হয়ে প্রেমে যদি জ্বলবে
  অন্ধকার করো দূর প্রতিদান চেয়ো না
প্রেম বাতাসের স্পর্শ যদি তুমি চাইবে
নিভে যেয়ে অন্ধকারে ভয় তুমি করো না।


প্রেম বলে কিছু নেই সবি যে অভিনয়
কেন মিছে মন দৌড়ে অতিশয় মজিতে
নিজেকে হারায়ে ক্লান্ত মন বনিবে অনয়
কামোচ্ছ্বাসে তনু শিখবে গো ঘৃণিতে।


মোহ প্রেমে যদি মজো জ্বলিবে চরাচরে
নাহি কেহ এ সংসারে ফুলের মত ওরে
বিশুদ্ধ সৌরভ চেয়ে যেওনা তুমি মরে।


০১/১৯/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক


তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ অক্ষরের, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।