হাওয়ার মেশিন (স্বতন্ত্র সনেট)
           ড. রাজু ভৌমিক


   হাওয়ার ও মেশিনে, চলি সন্তর্পণে,
ভয়ে ভয়ে তাই, করি কুকীর্তি গোপনে;
হাওয়া চলে গেলে, যাবো চলে শশ্মানে!
প্রভু গো, কি লীলা তোমার, এই জীবনে।


হাওয়া ছাড়া তনু, রয় কংকালসারে;
পাবো কি প্রভু, ঠাঁই আমি তব দুয়ারে?
অধঃখনন, তোমাতে করি যে সর্বদা,
মাটির এই দেহ, হবে কি শুধু কাদা?


হাওয়ার ও মেলা, এই ছোট্ট সংসারে,
পথ চেয়ে প্রভু সর্ব, তোমায় উদ্ধারে!
বসে আছি অতিতৃণ্ন,আমি তব পানে;
আকুলতায় প্রভু, দেখা তোমার সনে।


   হাওয়ার ও মেশিনে, চলি সন্তর্পণে,
হাওয়া চলে গেলে, যাবো চলে শশ্মানে!


০৯/০৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক