মামুন (স্বতন্ত্র সনেট)
ড. প্রফেসর রাজু ভৌমিক


রত্নগর্ভা মায়ের এই বঙ্গ সন্তান,
সংগ্রামী চেহারা, সর্বদা হাঁসিতে ম্লান;
জসীমউদ্দীনের রুপাই, এ শুনুন,
তেজস্বী পুরুষ, এটিই মোর মামুন।


স্বাচক্ষে দেখিলুম, তার দীন সংগ্রাম,
কর্মই ধর্ম, সে বলে বিধির বিধান;
পরাজয়ে ডরেনা সে, এই সৈনিক,
অল্প সল্প জয়, করেছে তাই দৈনিক।


ধন‍্য হে পরিশ্রমী, এই ক্লান্ত প্রবাসে,
কতইনা হৃদয়, জয় করিলে শেষে;
স্বভাষী মৎসচাষী, তুমিইতো কৃষক,
ট্রাফিক, পুলিশ কিন্তু, নাহি বড়লোক।


ধন্য তাহার মাতা, ধন্য এই সংসার,
ইচ্ছে মোর লোকটাকে, দেখি বারংবার।


                            ৭/২১/১৮
                          ১:৩০ মধ্যরাত