ভালবাসা মানে (তৃতীয় মাত্রা সনেট)
            রাজুব ভৌমিক


ভালবাসা মানে তোমা না দেখিয়া স্তনন
মননে সখির আনন উদাসী কার্যকাল
  ভালবাসা মানে অন্ত পথিকের জীবন
পথ হারিয়ে একাকী নিঃশ্বাস অসামাল।


ভালবাসা মানে শান্ত নদীতে এক ঝাঁপ
  যদি তোমা সুখ মিলে অবিরাম ধরাতে
ভালবাসা মানে বুঝে না বুঝে করা পাপ
  সহাস্যে চলন করা জলন্ত নরকেতে।  


ভালবাসা মানে রাঙ্গা অঙ্গনার চরণে
গাঁথিয়া ফুলের মালা কবির সমর্পণ
ভালবাসা মানে শান্তি কেবলই মরণে
যদি বিনে সখি ছোঁয়া কাটাইতে জীবন।


ভালবেসে সখি তব প্রণয়ের পিয়াস
  মৃত্যুসম সর্ব তেষ্টা জ্বালায় বারোমাস
রবে ততদিন সখি গো থাকিলে নিঃশ্বাস।


১২/১১/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ অক্ষরের, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।