প্রেমার্থ (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


প্রেয়সী কহিল মোরে, প্রেমার্থ বলিবে?
তুলসী হাসিয়া কহে, ফল তুমি পাবে;
পড়িয়া প্রেম-নদে, দিবে আমারে জল,
কান্দিয়া চোখ ভাসাবে, পাইবেনা ফল।


প্রেয়সী কহিল মোরে, প্রেমার্থ বলিবে?
  হাসি দিয়ে গগন কহে, বৃষ্টি ঝরিবে;
  ছুঁইতে চাইলে তাকে, বৃষ্টিকণা হয়ে,
দিতে হবে অশ্রু, মন প্রেম পরাজয়ে।


প্রেয়সী কহিল মোরে, প্রেমার্থ বলিবে?
উদাসী মালী কহে, ফুল তুমি হারাবে;
মালা গেঁথে একাপথে, প্রেমের আশায়,
জ্বালা অন্তরের বাড়ে, ঘুরিবে দিশায়।


আবেগের পাগলামি, কহে সর্বে প্রেম;
অন্যের মন পেতে, অশান্তির কায়েম।


১০/০৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।