ইস্পাতের শিলাবৃষ্টি (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


দেখিনি কভু যুদ্ধক্ষেত্র, শুনেছি বহু,
ইস্পাতের ঐ শিলাবৃষ্টি, পড়েনি কভু;
গুলির শব্দে উঠিনি জেগে, আধামরা!
খালি পায়ে যুদ্ধেতে, হইনি সর্বহারা।


শুনেছি কত, সে কাদামাখা মানুষেরা,
বুক পেতে বাংলার মান, রাখলো এরা!  
ইস্পাতের শিলাবৃষ্টি, করে ছিন্নভিন্ন,
মুক্তির নেশায় ওরা, দেহ দিয়ে ধন্য।


শুনেছি কত নিষ্ঠুর, ঐ পাকের  দল,
রক্ত চুষে বাংলার, ও নারীর সম্বল!
খিদে পাওয়া শিশু, কান্না যখন করে,
উপরে তুলে শিশু, আছড়ে তাকে মারে।


নিয়েছি কত মোরা, ঐ ত্যাগের ফসল;
ধ্বংসযজ্ঞে মাতি যে, করি সর্ববিফল।


১০/১১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক