মন (স্বতন্ত্র সনেট)
     ড. প্রফেসর রাজু ভৌমিক


মন মোর সকারী, জল সমুদ্রে ভাসে,
ঢেউতে অতিজীব, সে সূর্যতায় হাঁসে;
অতিত্বরিত সুনামি, সে ভাসে উত্তালে,
ধ্বংস করতে জানে, স্বয়ংসম্পূর্ন বলে!


মন সে নিত্য নতুন, দেয় কত আশা,
বুদ্ধিগত সংরাগ, দেয় সে ভালবাসা;
প্রেম উদ্ভাবে সে, অতিমর্ত্য সর্বময়,
বিচ্ছেদে হলো, তার আসল পরিচয়!


  মাঝে মাঝে কে, তোর করে অপহরন?
জ্যোতিষ্কলোকে, অভিদেশ যাওয়া বারণ!
তব অপভ্রংশ ভাষা, বুঝিতে না পারি,
  অক্রম শরীর তাই, বলে তুই অকারী?


মোর কালো বাসনার, রক্ষী এই তুমি,
নিয়ন্ত্রিত প্রতিফলন,  সর্ব সংযমি।


৮/১৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক