জননী (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


  মধুর সীমাহীন, যখন ডাকি মা’রে,
যাদুর স্পর্শ যেন, ‘মা’ শব্দটি আহারে;
যাতনার অবসান, ঐ শীতল কোলে,
আবদার সব মিটে, দু:খ যাই ভুলে।  


  ভুলে সুখ তার, মেনে সর্বাঙ্গে প্রহার,
  খুলে দেয় হাসি, জননী সে বারবার;
  ঘুমহীন কত রাতে, অম্বিকা কাটায়,
উদাসীন বুক তার, শান্তনা আমায়।


এমন সৌভাগ্য কার, নিয়ে মা সংসার,
  ধারণ লক্ষীর, করে শাম্তির বিস্তার;
বিনে জননী ধরায়, সৌভাগ্য ঘুমায়,
কুলক্ষণে জীবন চলে, দু:খ জন্মায়।


সহিতে নাহি পেরে, জ্বালাতন সৃষ্টির;
ধরাতে বিধাতা, পাঠায় মাতা অচির।


০৮/৩০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।