মোন্তেভিদেও-উরুগুয়ে (স্বতন্ত্র সনেট)
       রাজুব ভৌমিক (রাজু)


ঐ যে “আমি একটি পাহাড় দেখতেছি”
মোন্তেভিদেও শব্দে, পর্তুগিজ বাক্যাংশি;
তা যত দেখি রিও দে লা প্লাতার তীর,
চেররো পাহাড়ে বসে, ভাবে মুসাফির।  


   নদীর পাশে ঊর্ধ্বস্থ স্টিল টাওয়ার,
  বাতাবরণ ব্যোমতুল্য, তৃপ্তি সবার;
নিরাশ অখিলে একদৃষ্টে চেয়ে থাকা,
ঘাসের ব্যেপে তাই, মনের ছবি আঁকা।  


  নিসর্গশোভার মায়ায়, মোর চরিত,
অবাকে বিজ্ঞতা, ছুটে তা প্রতিনিয়ত;
মোন্তেভিদেও সে নৈসর্গিক আদ্যাশক্তি,
দুহিতা সহ বিরামে, মজে মোর ভত্র্রী।


মোন্তেভিদেও ঘুরে, বিশুদ্ধতার মোড়ে;
ন্যুব্জ হইয়া দেখি, বারংবার তাহারে।


০১/১৭/২০১৯


মোন্তেভিদেও, উরুগুয়ে