মা (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


  মা মানে, সুরক্ষার দেয়াল, মমতার,
    নদীর মত বৃহৎ মন, ভালবাসার;
মা মানে, আঁধার ঘরে, এক মোমবাতি,
নিজে জ্বলে, আলোকিত, এ জীবন গতি।


মা মানে, বুনোপথে, দ্বীপ্ত সে জোনাকীরা,
    রুগ্ন ছেলের শিয়রে, বসে সেবা করা;  
  মা মানে, কত বায়না, সে যে অন্তহীন,
     সর্বস্ব দেয় তবু, বদন অমলিন।


মা মানে, ব্যাথার আঘাতে, স্বস্তির নাম,
    মরণের দূত এসে, করে যে প্রনাম;
   মা মানে, মম বদনে, একটুকু হাসি,
   তব সুখে এই হৃদয়, সুখেতে ভাসি।

মা মানে, কত প্রার্থনা, সন্তানের জন্য,
কত জ্বলে তার প্রাণ, মাতা তুমি ধন্য।


১০/১০/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক