মোর মনের মানুষ (স্বতন্ত্র সনেট)
      ড. প্রফেসর রাজু ভৌমিক


মোর মনের মানুষ, তোমা পাবো কবে?
  উদাসী এ প্রাণ মরে, ঘুরে ঘুরে ভবে;
আমি তব হীন, একাকি, তব সংসারে,
তোমা পেলে মন, দেখতো নয়নভরে।


মোর মনের মানুষ, তোমা পাবো কবে?
বিচ্ছেদ জ্বালায় আমি, জ্বলি হয়ে শবে;
প্রেমের সাগর তুমি, আমি প্রেমাহারে,
ধুঁকে ধুঁকে মরি, তব হীন এ সংসারে।


মোর মনের মানুষ, তোমা পাবো কবে?
হৃদয় চিরে দেখাবো, সঙ্গে যেতে দিবে?
তোমায় খুজে খুজে, ক্লান্ত এই শরীরে,
চিতায় জ্বলে সর্বদা, দেখা দাও মোরে।


লাগি মম অন্তর সখি, হবো কাঙালী;
কুল-মান ছেড়ে, দিবো এ সংসার বলি।


১০/২০/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক