আমার প্রাণ জুড়িয়ে যায়
         রাজুব ভৌমিক


প্রেমের বাতাসে সখির পরশে
ভাসিলো না মন কভু দোলায়
ওহে মিলনে নাহি চাই সখিরে
    শুধু দেখিবো তারে দূরে
ভাসাতে এ মন বিরহ পূর্ণতায়।  


  আমার প্রাণ জুড়িয়ে যায়
        একটু দেখিলে সখিরে
চোখের কোনায় নাচে জল মুগ্ধতায়।
ওহে মিলন সুখ কেমনে সহিবো
কেমনে রাখিব হাত তার হাতে
     সাধ্য কি আছে এ হিয়ায়
ওহে মিলনে নাহি চাই সখিরে
    শুধু দেখিবো তারে দূরে
ভাসাতে এ মন বিরহ পূর্ণতায়।


  ওহে ভালোবাসো যদি মোরে
          নাইবা অন্যরে
মাঝে মাঝে দিও দেখা কল্পনায়।  
  ওহে আকুল করো হে এ প্রাণ
         শেষ নিঃশ্বাসেও যেন
তব মুখ ভাসে দু’চোখের কোনায়।
    
০৬/০৫/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক