“নোয়াখালীর মাইয়া”
আধুনিক বাংলা পপ সঙ্গীত
       রাজুব ভৌমিক


     কালা চোখে ভরা কাজল
মুখে মাখিয়া কোন অস্থির মায়া
  আঁর হরানের হরান যায় চলিয়া
নাচে আমার মন, নাচে বাতাসেতে হিয়া।


    বৈসাহাটের সবারে দর্শক করে
ডানাকাটা পরী যায় সে কোন ঘরে
নাচে গানে, গানে নাচে বৃষ্টিতে ভিজিয়া
গেল বুঝি আমার নোয়াখালীর মাইয়া।


লক্ষ প্রেমিক মন হাবুডুব প্রেম সাগরে
নোয়াখালীর মত মাইয়া নাই রে
ঐ রূপ দেখিয়া, নাচিয়া মন আকাশে উঠে
আবার ঝাঁপ দিয়ে সাগরে যায় পড়িয়া।


    আঁর হরানের হরান যায় চলিয়া
নাচে আমার মন, নাচে বাতাসেতে হিয়া।


০৩/১৭/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক