এখন সময় (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


  এখন সময়, অন্বর্থ পড়াশুনার,
যৌবন নশ্বর, নির্বাহ করো শিখার;
শিক্ষায় ওজস্বিতা, সর্বলোকে তা কয়,
অধ্যবসায় জরুরি, হইতে অক্ষয়।


এখন সময়, তোর করিতে হুংকার,
যখন অনাচারে, ডুবে বঙ্গ-সংসার;
রাজপথে রক্তিত হও, দাও প্রস্তাব,
  শপথে দৃঢ় হও, প্রতিবাদী স্বভাব।


এখন সময় নাহি, থাকিতে অলস,
  উদ্ভাবন কর, গড়ো উজ্জ্বল দিবস;
আলোকচিত্রের পিছে, কাটাবেনা বেলা,
  চরিত্রের গঠনে কভু করোনা হেলা।  


  এখন সময়, তোর করিতে সংগ্রাম;
  মিলন হবে সুখের, কাজে অবিরাম।


০৯/২৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।