সখি হৃদয় উল্লাসে (স্বতন্ত্র সনেট)
       ড. প্রফেসর রাজু ভৌমিক


   সখি হৃদয় উল্লাসে, সুখের বাতাসে,
চাহিয়াছে এ প্রান, প্রতিদিন নিঃশ্বাসে;
প্রেমের আকাশে, ভাসাবো তোমার মন,
তব সংস্পর্শে, থাকিবো আমি সর্বক্ষন।


সখি আর কিছু নাহি, চাহি যে তোমারে,
   মম ভিখারী মনের, হৃদয় কুঠিরে;
  হারাইয়া তোমায়, খুজিবে এই মন,  
  জড়িয়ে রেখে, করিবো প্রাণ সমর্পণ।  


সখি কি করিলে তোরে, জীবন অাধারে,
আসিবে বলো হে, প্রেমে আলোকিত করে;
  ভিতরে বাহিরে, সর্বগ্রাসী প্রেমাতাল;
  তব মিলনের, অপেক্ষা যে চিরকাল।


   সখি হৃদয় উল্লাসে, যাব ভালবেসে;
হোক সে নৈরাশা, মম চিত্তে আছো মিশে।


০৯/২৬/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক