আপন
          রাজুব ভৌমিক


  কিছু কথা মনের সর্বতই আপন
নাহি কভু তা অন্য কানে শুনিবার
হোক প্রিয়জন রহে সে কথা গোপন
আপনি সহে একা আপন অলংকার।


   কিছু দেখা চোখের সর্বতই কল্পন  
সতত নয়নে ভাসে না থাকে অধিকার
দেখিলে অপরূপ বাসনায় বাড়ে কাঁপন
কভু না মিলে সে নয়নের অংশীদার।


  কিছু প্রেম হিয়ার সর্বতই সমর্পণ
বয়ে আনে শুধু বেদনার অন্ধকার
তবু হিয়া বেশরমে পুনঃ করে অর্পণ
  উষ্ণ আলিঙ্গন পেতে বারংবার।


০২/০৮/ ২০২২
কপিরাইট © ২০২২ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক