সহিলে ভালবাসা (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


  জত্রু তব গলায়, পরশ দাও মোরে,
সাশ্রু জোয়ারে দুজন, ভাসবো বাসরে;
   বদনখানি সখির, পাতা যত কচি,
মালাখানি দিবো, তাই আত্মা দিবো বেচি।


ফুল আমি নহে গো, তবু রেখো কানেতে,
  আকুল হৃদয় মোর ব্যাকুল তোমাতে;
চিরদিন শোভাতে, তোমারি দুল হয়ে,
  অমলিন দেহখানি, রহিবে জড়িয়ে।


নিশিরাতে বিরহে, মনে পড়ে তোমায়,
অজ্ঞাতে অশ্রু ঝরে, তুমি ডুবে নিদ্রায়;
চলো তুমি নিবিঢ়ে, কোনায় অন্তরের,
বলো ভালবাসি, অন্তরাল গভীরের।


করিলে কেন তাবিজ, প্রাণ মোর যায়;
সহিলে শুধু মানুষ, ভালবাসা পায়।


০৫/১৬/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।