মায়া জালের মাকড়সা রাধে
            রাজুব ভৌমিক


  মায়া জালের মাকড়সা রাধে
         বারবার পড়ে যায়
   ব্রজবনে বিরহিণী রাই দোলে
    শ্যামের কোথাও দেখা নাই  
  মন চুরি করে কোথায় লুকালে
      প্রেমের বংশীধারী কানাই।  


      প্রেমের অশ্রু যমুনায় মিশে  
             কান্দে বসে রাই
একটু তুলে ধরো না গো...আমার কানাই।


      তোমার ছোঁয়া পাবো বলে
            রাতের শিশির আমি
         সারাদিন কাতরাই  
   লক্ষ সুতার মায়ার জালে সাধে
      স্বপ্নের বাসর বানায় রাধে
ব্রজবনের তরুলতা বনমালী কোথায় পাই।


        কত গোপী বৃন্দাবনে
      হয়তো তোমার ভাবনায়
     শ্যাম বিনে এ জগতে
           আমার কেহ নাই
     দেখিতে তারে যমুনার পাড়ে
খালি কলস নিয়ে বারবার ফিরে যাই।


     প্রেমের অশ্রু যমুনায় মিশে  
             কান্দে বসে রাই
একটু তুলে ধরো না গো...আমার কানাই।


১২/১২/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক