বৃষ্টি ও সখীর ভাবনা (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


   মধুর যেন সে সুর বৃষ্টির দুপুরে,
যাদুর বশে মম হিয়া শান্ত ভিতরে;
সখি বলে হিয়া মোর কেমন কান্নায়,
পাখি সব অশ্রুতে গো ধরনী ভাসায়।


বৃষ্টি নামলেই আমি দিতেম দু’হাত,
সৃষ্টি আমর্শ যেন, ভিন্ন তা অভিজাত;
  দেখি কেন সখির নয়নে মন্দাভাস,
  শিখি তার কষ্ট যেন বৃষ্টিতে প্রকাশ।


একপলকে দেখি, পাতাতে বিন্দু জল,
নিজেকে মুগ্ধ করে, সুখের নামে ঢল;
  হিয়া সখির যেন, নীড় হারা পাখির,
গিয়া বিছানাতে সে, দোষারূপ বৃষ্টির।


   মধ্যরাতে স্পর্শ বৃষ্টির, ভাবায় সখি;
  গৃহতে তুমি আর আমি গগন দেখি।


০৫/১৪/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকে পড়া যাবে। এই কবিতার বিশেষত্ব হচ্ছে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ,ছছ অন্তমিল নিয়ে সাজানো।