এরাই ধর্ষক (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


থাকিতে ঘরে মেয়ে, নারী দেখিতে বয়ে,
চৌকিতে দোকানের, রাস্তাঘাটে গিয়ে;
  অকথ্য ভাষায়, মূর্খ করে বক বক,
  কুপথ্য সে সংসারের, এরাই ধর্ষক।


চেহারায় যুধিষ্ঠির, বসিয়া গাড়িতে,
  ভাবনায় দুর্যোধন, কাপড় খুলিতে;
আঁধারে দেয় হাত, সে পশুর শাবক,
সংসারে সে ভদ্রলোক, এরাই ধর্ষক।


নারীতে কাড়াকাড়ি, সমাজে তরকারি,
চলিতে করে ধর্ষণ, বনে সে সংসারি;
  কলঙ্ক অঙ্গ নারীর, সাধু সে যুবক,
আতঙ্ক সে সমাজের, এরাই ধর্ষক।


আগাছা সমাজের, এরাই কাপুরুষ;
  বাছা সে নরকের, শুক্রানুর কলুষ।


০৭/১০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।