তথার্থ প্রেম (স্বতন্ত্র সনেট)
             ড. রাজু ভৌমিক

প্রেম কাহারে কয়, সখি সে তো অজানা;
  জলভরা বৃষ্টি চোখে, কি নিত্য বেদনা!
    প্রেম যদি হয় সখি, নয়ণের জল!
  লোকে তবে কেন যেন প্রেমের পাগল।


  প্রেম কি ভাবনায়, নাকি অত্যণু দেহে?
কারো প্রেম আসে, আর কেউ  কান্না সহে!
    যারে নিয়ে এই মন সর্ব চিন্তামগ্ন,
  অন্যের বিছানায় ব্যস্ত, হয়ে সে নগ্ন।


  প্রেমে মজে সম্রাট, গড়ে তাজমহল,
প্রেম আসে ও যায়, দেখি প্রেমের ঢল;
তবু কোথা নাহি দেখি, এক প্রেমচিহ্ন;
তারুণ্য বৃথা গেলো, এ দেহ হলো জীর্ণ।


তথার্থ প্রেম, তোমায় যে খুজে বেড়াই;
জয় হোক প্রেমের, হোক তার লড়াই।


২/১৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক