আসল মাতা (স্বতন্ত্র সনেট)
    ড. প্রফেসর রাজু ভৌমিক


শারদীয় দুর্গোৎসবে, লক্ষ মণ্ডপেতে,
কত সন্তানেরা, মায়ের চরণ অন্তে;
যে মাতা করে বড়, এই ধরার মাঝে,
অবহেলা অযত্নে, তার নিদ্রা সমাজে।


সর্ব পূজো মন্ডপে, মা পড়ে লক্ষ শাড়ি,
জম্মদাত্রী সে, যে ভিক্ষে করে ঘর-বাড়ি;
প্রতিমাকে জোর করে, রসিক ভোজন,
অম্বিতমা খেলে, সে সন্তানের বারন।


আশুকোপী যে সন্তান, মা’র কথা শুনে,
পুষ্প-অঞ্জলী সে, দেয় আহুতি আগুনে;
কত নৃত্য, বাজে বাদ্য, শঙ্খের সানাই,
  এ মাতা যেন ব্যথা, দূর্গার গুন গাই।


আসল মাতা সে, যে রাখে শীতল কোলে,
   তব চিন্তায় মরে, সর্ব যাতনা ভুলে।


১০/০১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক