ধর্ম ও ধার্মিক (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


দুর্বল হৃদয় ধর্মান্ধ, বিভেদ করে,
সম্বল শয়তানি, ভয়ে মানুষ মারে;
নজরুলের গজলে, পড়ে এক বই,
অন্যদের করে হত্যা, দ্বিধা গেল কই?


পান্জাবি পরিয়া মূর্খ, ভাবে সে ধার্মিক,
বৈরাগি ভাব তার, ঘর-বাড়ি সার্বিক;
ধর্ম ধ্বংসযজ্ঞে, মাতে মোল্লা পুরোহিত,
  কর্ম মৌলবাদী, যা করে তাহা উচিত।


  গরুর সে সেবা করে, মারে ঘরে নারী,
  প্রচুর গলা তার, ওয়াজে হিংসা ভারী;
   ভাঙে মসজিদ মন্দির, প্রভুর নামে,
   গাঙে লাশ ভাসায়, সুখ স্বর্গের দামে।


  নাস্তিক সবার শত্রু, বলে সে বেড়ায়;
   তাত্ত্বিক জ্ঞানহীন, ধর্ম ঘুড়ি উড়ায়।


০৫/২২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক